পারিশ্রমিকের বিচারে বলিউডের দামী অভিনেত্রী


বলিউডে অভিনেতা ও অভিনেত্রীদের পারিশ্রমিকের তারতম্য নিয়ে অনেকবারই মুখ খুলেছেন অভিনেত্রীরা। তাতেও কমেনি পার্থক্য। দেখে নেবো ২০১৫ সালের শেষে পারিশ্রমিকের নিরিখে বলিউডের প্রথম দশে রইলেন কোন কোন অভিনেত্রী।

 

১. কঙ্গনা রনওয়াত
১০-১১ কোটি
























 

শেষ হল অরিন্দম শীলের পরিচালনায় মিমি চক্রবর্তীর নতুন ছবির শ্যুটিং। কিন্তু মিমি ছাড়াও, অন্য কেউ মাতিয়ে রাখল শ্যুটিং ফ্লোর।



 

ফেরদৌস পূর্ণিমার যত মজার কাণ্ড

From Prothom Alo



 

জাপানি ফ্যাশন ডিজাইনার কাওয়াকুবো রেই এবারের মেট গালার অনুপ্রেরণা। নিউ ইয়র্কের এই হাই প্রোফাইল চ্যারিটি ইভেন্ট এক্সপেরিমেন্টাল ফ্যাশনিস্তাদের প্রিয়। কাওয়াকুবোর স্টাইল মেনে অনেকেই এবার সিল্যুয়েট নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন মেট গালায়। ইভেন্টের থিম ছিল ‘আর্ট অফ ইন বিটুইন’। ২০১৭ মেট গালার রেড কার্পেটে চমকে দিলেন যাঁরা, তাঁদের তালিকা ‘ওবেলা’য়।

সেবার মেডেল দিয়েছিলেন রাজ্যপাল গোপালকৃষ্ণ গাঁধী। এবার রাষ্ট্রপতির হাত থেকে নিলাম।’’ বললেন সেরা লিরিসিস্টের জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত অনুপম।


দিল্লির বিজ্ঞান ভবনে বেঙ্গল ব্রিগেড। এক ফ্রেমে সেরা লিরিসিস্ট অনুপম রায়, ‘বিসর্জন’এর প্রযোজক সুপর্ণকান্তি করাতি, সেরা বাংলা ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সেরা গায়িকা ইমন চক্রবর্তী এবং সামাজিক বিষয়ে সেরা ছবি ‘পিঙ্ক’এর পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী।



ত্যাগ নয়, ভোগের জন্যই সন্ন্যাসীর ভেক ধরেছেন বিনোদ— এই মর্মেই সরব হয়েছিল গণমাধ্যম। কারণ, বিনোদের দীক্ষাগুরু ওশো রজনীশ সেই সময়ে অত্যন্ত বিতর্কিত এক ব্যক্তিত্ব।


সম্প্রতি টরন্টোর হারশি সেন্টারে অনুষ্ঠিত লাইভ কনসার্টে একই মঞ্চে গান করলেন টরেন্টোর বাংলাদেশি কণ্ঠশিল্পী শাহানা কাজী, বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানু এবং আলকা ইয়াগনিক। কনসার্টে শাহানা কাজী বাংলা গান ছাড়াও বলিউডের বেশ কিছু জনপ্রিয় হিন্দি গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।



আত্মহত্যা করলেন টিভি-অভিনেতা প্রদীপ কুমার